বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • অর্থনীতি
  • ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত
  • ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত

    করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশের তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখতে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

    নতুন সূচিতে ব্যাংকে লেনদেন ১০টা থেকে ১টা পর্যন্ত। এর আগে একই কারণে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে গত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময় ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা ছিল। ওই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়। আর ব্যাংক খোলা ছিল দুপুর দেড়টা পর্যন্ত। নতুন নির্দেশনায় ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এবং খোলা রাখার সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।

    সূত্রঃ ডিএমপি নিউজ

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!