বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া
  • ছাগলনাইয়া সীমান্তে বিজিবি’র মতবিনিময়
  • ছাগলনাইয়া সীমান্তে বিজিবি’র মতবিনিময়

    ফেনীর ছাগলনাইয়া সীমান্তে মাদক চোরাচালানসহ অপরাধ প্রবণতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীস্থ-৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের সভাপতিত্বে সভায় ছাগলনাইয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভ‚ঁইয়া, রবিউল হক রবি, নুরুজ্জামান সুমন প্রমূখ বক্তব্য রাখেন।

    প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি বলেন, ফেনী জেলার ১০২ কিলোমিটার সিমান্ত রয়েছে, এখানে চোরাচালান বন্ধসহ মাদক থেকে যুব সমাজকে রক্ষার্থে বিজিবি ইতোমধ্যে ৩৩৬টি জনসচেতনাতামূলক সভা করেছে। তিনি আরো বলেন, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী কেউ রেহাই পাবেনা। অপরাধীদের সংখ্যা অল্প, আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
    সম্পাদনা: আরএইচ/এনজেটি

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!