ফেনীতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে গেছেন বিএমএ ও জেলা বেসরকারী হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে ফেনী বিএমএ’র সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসারের নের্তৃত্বে সাথে ছিলেন ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন উর রশিদ ও সাধারণ সম্পাদক আবু জোবায়ের মুন্না।
এ সময় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক (উপ-পরিচালক) ডা. বিধান চন্দ্র সেন গুপ্ত, কনসালটেন্ট মেডিসিন ডা. রাজিব বিশ্বাস, আবাসিক মেডকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক দিদারুল আলম ভূঞা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিয়াউল করিম সোহেল, সামাজিক সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মনজিলা আক্তার মিমি।
নেতৃবৃন্দ ডাক্তারদের কাছ থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন, রোগীদের সাথেও কথা বলেন। ডেঙ্গু রোগীদের আন্তরিক ও যতœ সহকারে চিকিৎসা দেয়ার আহবান জানান।
সম্পাদনা: আরএইচ/এনজেটি